লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে এ অভিযান পরিচালনা করেরন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর পুলিশের একটি দল শনিবার রাত ১টায় মোগলহাটের ফুলগাছ গ্রামের সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারবাইত গ্রামের কালাই সিকদারের ছেলে বেল্লাল হোসেন (৪১)। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়ালকান্দি গ্রামের ইসাহাক মিয়ার ছেলে অশিদ মিয়া(২৭) এবং লালমনিরহাট সদর থানার দুরাকুটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২০)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪-৫জন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি লোহার বোল্ট কাটার মেশিন, লোহার পাইপ, হাতলযুক্ত ছোরা, হাসুয়া, রশি, কস্টেপ, ফোন, মিশুক রিকশা এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.