লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় ইউনুস আলী লাভলু নামের যুবদলের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের ওই উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, চলতি বছরের ২রা জুলাই পাটগ্রামে ভ্রাম্যমান আদালতে ২জনকে কারাদন্ডের আদেশ দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার।
সেই ঘটনায় আটককৃত দুই ব্যক্তিকে ছিনিয়ে নিতে থানায় আক্রমণ করে দুষ্কৃতিকারীরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পার্শ্ববর্তী থানার সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেয় দুর্বৃত্তরা।
ভিডিও ফুটেজ দেখে সেই ঘটনার অভিযুক্তদের তালিকা তৈরি করে গত ৩ জুলাই মামলা করে পুলিশ। সেই মামলার জের ধরে ইতিমধ্যে প্রায় ১৫জন আসামীকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
তদন্তাধীন চলমান মামলার কার্যক্রম হিসেবে সেই মামলার দুই নম্বর আসামি ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.