লালমনিরহাট সীমান্তে পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছেন বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এসজিপি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান ও মাদক পাচার রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি সীমান্ত এলাকার পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলের ৮কিলোমিটারের মধ্যে মোট ১৪৫টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিয়মিত টহল ও পরিদর্শন অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিজিবি'র উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এসজিপি কর্তৃক লালমনিরহাট জেলার সীমান্তবর্তী মোগলহাট হরিবাসর সার্বজনীন দুর্গা মন্দির ও দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিজিবি’র টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপ এলাকায় কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিজিবি’র টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিমা বিসর্জনের আগ মুহূর্ত পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.