লালমনিরহাটে "সাহসী যৌবনে সুন্দর আগামী" স্রোগান নিয়ে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার, বিচার ও ধর্ষণবিরোধী আন্দোলনরত আদিবাসীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির আহবায়ক গোপাল চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহবায়ক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ময়েজুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় মধু, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নবীন্দ্র নাথ, কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির প্রমুখ। এ সময় বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.