লালমনিরহাটে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা "ঐন্দ্রী” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের থানা রোডস্থ কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সভাপতি শ্রী দুলাল কর্মকার-এঁর সভাপতিত্বে সাধারণ সদস্য অলোক অধিকারী-এঁর সঞ্চালনায় উন্মোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক (অবঃ) নজরুল ইসলাম মন্ডল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় প্রমুখ। এ সময় কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সহ-সাধারণ সম্পাদক সুমন সাহা, দপ্তর সম্পাদক সুপেন দত্ত, সাধারণ সদস্য বাদল সাহা শোভনসহ অন্যান্য সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বস্ত্রদান ও পুরস্কার বিতরণী, নাটক মহিষাসুর বধ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় লালমনিরহাটের থানা রোডস্থ কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরের সভাপতি শ্রী দুলাল কর্মকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শ্রী শিবেন্দ্র নাথ রায় কার্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শতবর্ষে কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দির (১৯২৫-২০২৫)। এটি লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের থানা রোডে অবস্থিত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.