লালমনিরহাটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দূর্গোৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের সাপটানা রোড দেববাড়ী পূজা মন্দির এ দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র আয়োজনে এ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন এ্যাম্বাসী অব হাঙ্গরেী ঢাকার কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক, সুইডেনের বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাঁকন, এ্যাম্বাসী অব হাঙ্গেরী চট্টগ্রামের কনসাল মোখলেসুর রহমান লেনিন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিযা, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেনসহ দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র ভক্ত স্বজনমন্ডলী উপস্থিত ছিলেন।
এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ৪শত ৬৭টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসব করতে আইন শৃংখলা বাহিনীসহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.