বছর ঘুরে শুরু হয় শারদীয় দূর্গোৎসব। উলুধ্বনি, শঙ্খ, ঘন্টা, ঢাকের বোলে বরণ করে নেওয়া হবে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে।
৫দিন ব্যাপী দুর্গোৎসবের শুরু শনিবার (২৭ সেপ্টেম্বর)। লালমনিরহাট জেলা জুড়ে এ উৎসবকে আনন্দ মুখর করে তুলতে মন্ডপগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি ও আলোকসজ্জা। দেশ-বিদেশের বিভিন্ন মন্দির ও মহলের আদলে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ। আর রঙিন আলোক ছটায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।
সনাতন পঞ্জিকা মতে, রোববার (২৮ সেপ্টেম্বর) শ্রীশ্রী দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠিবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসরের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল পর্ব।
সোমবার (২৯ সেপ্টেম্বর) শ্রীশ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমি বিহিত পূজা প্রশস্তা। দেবীর নৌকায় আগমন, ফল-শস্যবৃদ্ধিস্তু থাজলম্।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শ্রীশ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। সন্ধি পূজা।
বুধবার (১ অক্টোবর) শ্রীশ্রী দুর্গাদেবীর মহার্মী বিহিত পূজা প্রশস্তা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীশ্রী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এ উৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় এবারে মোট ৪শত ৬৭টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। তন্মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় মোট ১শত ৬১টি। আদিতমারী উপজেলায় মোট ১শত ১৪টি। কালীগঞ্জ উপজেলায় মোট ৯১টি। হাতীবান্ধা উপজেলায় মোট ৭১টি। পাটগ্রাম উপজেলায় মোট ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।
দূর্গোৎসব 'মা' দূর্গাদেবীর নিকট অসুরশক্তির বিনাস এবং ব্যক্তি, পরিবার তথা দেশ ও জাতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে প্রার্থনা জানানো হবে।
লালমনিরহাটের কোদালখাতা গ্রামের কমল কান্তি রায় বলেন, রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দূর্গা পূজা শুরু হবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উদযাপন লালমনিরহাট জেলায় নির্বিঘ্নে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সম্পন্ন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলায় এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশসহ ব্যাপক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। ধর্ম যার যার হলেও উৎসব সবার। তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে এবার দুর্গা উৎসবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য থাকবে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র্যাবের টহল জোরদার করা হবে বলেও জানান তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.