লালমনিরহাটে নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে নর্থ কিং এর পৃষ্ঠপোষকতায় নবাবেরহাট আদর্শ ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক পাটোয়ারী সাজু, আফজাল হোসেন, আব্দুস সালাম। বক্তব্য রাখেন খেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন প্রমুখ। এ সময় নবাবেরহাট আদর্শ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, খেলাধুলা কেবল বিনোদন বা শরীলর্চ্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।
খেলায় লালমনিরহাট মর্নিং স্টার একাদ্বশ ও কুড়িগ্রাম একাদ্বশ মুখোমুখি হয়। ফাইনাল খেলায় লালমনিরহাট মর্নিং স্টার একাদ্বশ ১-০ গোলে জয়লাভ করে। লালমনিরহাট মর্নিং স্টার একাদ্বশ জয়লাভ করেছে।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.