লালমনিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস-এঁর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রিয়াজুল ইসলাম, লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রোকনুজ্জামান, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র নাযেক সুবেদার মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃ মুকতার হোসেন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ইসরাদ সুলতানা, মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী, লালমনিরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শিবেন্দ্র নাথ রায় শিবু, লালমনিরহাট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বর্মণ, লালমনিরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক হীরা লাল ঈশোর, সদস্য সচিব ধনোঞ্জয় কুমার রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলায় ১শত ৬২টি পূজা মন্ডপকে ৫০০কেজি করে চাল বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.