১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আদালতে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার বাদি ও স্বাক্ষীকে হুমকি দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ছাত্তার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, লালমনিরহাটের আলোচিত সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামিদের পক্ষ নিয়ে মামলার বাদি ও স্বাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস ছাত্তারের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লালমনিরহাটের আলোচিত সাংবাদিক হত্যা চেষ্টা মামলার হাজিরা ছিলো। সে কারণে আদালতে সাংবাদিক হেলাল হোসেন কবির উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে আদালত বারান্দায় আক্রোশিক ভাবে উপস্থিত হয়ে মামলা আসামিদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস ছাত্তার বলতে থাকে তুমি আমার আত্মীয়দের নামে মামলা দিছো ভালো থাকতে মামলা তুলে নাও, আবার পারিবারিক মামলাতে তাদের একজনের নাম দিছো। সংবাদে বলা হয়েছে আমি ৩০ হাজার টাকার বিনিময়ে আদালতে গিয়ে সাংবাদিক হেলালকে হুমকি দিয়েছি। যা সর্ম্পন্ন ভিত্তিহীন ও বানোয়াট। আসলে প্রকৃতপক্ষে সেখানে এমন কোন ঘটনা ঘটেনি। সংবাদটি আসলে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। এমন সংবাদ প্রকাশের মধ্যে দিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ধন্যবাদান্তে
মোঃ আব্দুস ছাত্তার
আহবায়ক
জেলা স্বেচ্ছাসেবক দল
লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.