মোঃ মাসুদ রানা রাশেদ: সংবাদ হলো কোনো ঘটনার কাঁচা ও নির্ভুল তথ্য, যা সাংবাদিকতা প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ, যাচাই, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়।
সাংবাদিকতা হলো সেই পেশাদার প্রক্রিয়া যার লক্ষ্য হলো সত্য, নিরপেক্ষ ও তথ্য নির্ভর প্রতিবেদন তৈরি করে জনগণের কাছে তা প্রচার করা, যাতে মানুষ সঠিক তথ্য সম্পর্কে অবগত হতে পারে এবং জনশিক্ষার বিকাশ ঘটে।
সংবাদ (News) সংজ্ঞা: সংবাদ হলো সমসাময়িক কোনো ঘটনা, আবিষ্কার বা ঘটনা প্রবাহ সম্পর্কে নির্ভুল ও যাচাই করা তথ্যের সমষ্টি।
বৈশিষ্ট্য: এটি ঘটনার মূল তথ্য (raw information)।
তথ্য অবশ্যই সত্য, স্পষ্ট এবং শক্তিশালী প্রমাণ দ্বারা সমর্থিত হতে হবে।
জনগণের আগ্রহের বিষয়গুলোই সংবাদ হিসেবে উপস্থাপিত হয়।
সাংবাদিকতা (Journalism) সংজ্ঞা: সাংবাদিকতা হলো এমন একটি পেশাগত প্রক্রিয়া যেখানে তথ্য সংগ্রহ, যাচাই, বিশ্লেষণ এবং সত্যকে প্রেক্ষাপটসহ উপস্থাপন করা হয়, যাতে কোনো পক্ষপাত না থাকে।
উদ্দেশ্য: জনগণকে তথ্য জানানো এবং তাদের সচেতন করা। শিক্ষার বিস্তার ঘটানো। গণমানুষের আগ্রহের বিষয়গুলোতে নির্ভুল ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করা।
মূলনীতি: সত্যবাদিতা, নির্ভুলতা এবং তথ্যভিত্তিক যোগাযোগ। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও ন্যায্যতা। জনসাধারণের প্রতি সম্মান ও দায়িত্বশীলতা। সংবাদ ও সাংবাদিকতার মধ্যে সম্পর্ক সংবাদ হলো সাংবাদিকতার কাঁচামাল, আর সাংবাদিকতা হলো সেই কাঁচামালকে প্রক্রিয়াজাত করে একটি অর্থপূর্ণ, তথ্যনির্ভর এবং নিরপেক্ষ রূপে উপস্থাপন করার পেশা। একজন সাংবাদিক বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তাকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদে পরিণত করেন, যা পরবর্তীতে গণমাধ্যমে পরিবেশিত হয়।
“সংবাদপত্র যতই অধিক এবং যতই অবাধ হইবে,/ স্বাভাবিক নিয়ম অনুসারে দেশ ততই আত্মগোপন/ করিতে পারিবে না।” – রবীন্দ্রনাথ ঠাকুর
গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্র একটি স্বাধীন গণসংযোগ মাধ্যম। স্থানীয়, আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক এবং দৈনন্দিন জীবনের ঘটনা প্রবাহের তথ্য নিয়ে যেসব পত্র-পত্রিকা প্রকাশিত হয়, তার নাম সংবাদপত্র। মানুষের জানার আগ্রহ ও তথ্য সংগ্রহের প্রবণতা থেকে সংবাদপত্রের উৎপত্তি।
লালমনিরহাট জেলার সংবাদপত্র খুব জোরালো না হলেও একে বারে ঝিমিয়ে পড়েনি। লালমনিরহাট জেলার সংবাদপত্র অগ্রসরতা সময়ের ব্যবধানে উত্তর-উত্তর উন্নতির ধারাবাহিকতা রয়েছে অব্যাহত।
লালমনিরহাটের সংবাদপত্রঃ লালমনিরহাট জেলা থেকে ঘোষণা দেয়া হয়েছে এমন পত্রিকাগুলোর নাম হলো- সাপ্তাহিক লালমনিরহাট বার্তা, সাপ্তাহিক লালমনির কণ্ঠ, সাপ্তাহিক আলোর মনি, সাপ্তাহিক লালমনির কাগজ, সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ।
সাপ্তাহিক আলোর মনিঃ ২০১৪ সালের ৬ আগস্ট ‘সাপ্তাহিক আলোর মনি’ নামে পত্রিকাটি ঘোষণাপত্র পায়। লালমনিরহাট থেকে প্রকাশিত পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় ২০১৪ সালের ১৩ আগস্ট। সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ পত্রিকাটির সম্পাদক, মোঃ রমজান আলী প্রকাশক, মোঃ রবিউল ইসলাম মানিক সম্পাদকমন্ডলীর সভাপতি, মোঃ হেলাল হোসেন কবির নির্বাহী সম্পাদক। যার রেজিঃ রাজ-৩৭০। বর্তমানে পত্রিকাটি দ্বাদশ বর্ষঃ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। যা লালমনিরহাট জেলার সংবাদপত্র জগতের মধ্যে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা। সেই সঙ্গে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। যা লালমনিরহাট জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সকল শ্রেণীর পাঠকদের কাছে সমাদৃত হয়ে আসছে। “আমরা গণ মানুষের পক্ষে” শ্লোগান নিয়ে সর্বদাই গণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে।
শেষ কথা, জাতির উন্নতির জন্য সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থবহ গণতান্ত্রিক চর্চা উভয়ই প্রয়োজন। আসুন, আমরা সংবাদপত্র ক্রয় করি। সেই সঙ্গে নিরপেক্ষ সংবাদপত্র পড়ি। এবং পড়তে উৎসাহিত করি। ভালো থাকুন সবাই।
[লেখক: মোঃ মাসুদ রানা রাশেদ, সাংবাদিক ও সম্পাদক, সাপ্তাহিক আলোর মনি, লালমনিরহাট। মোবাইল: ০১৭৩৫৪৩৮৯৯৯, ই-মেইল: mashudranaseries@gmail.com]
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.