লালমনিরহাটে "দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের সাধারণ পাঠাগার সভাকক্ষে মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ নবগঠিত কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ’৭১-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের প্রমুখ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক লালমনিরহাট বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ড. এ এস এম মনওয়ারুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শহীন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মিলন পাটোয়ারী, দৈনিক আমার দেশ প্রতিনিধি হাসান উল আজিজ, বৈশাখি টেলিভিশন প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবু, সাপ্তাহিক লালমনির কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক জি এস বাবু প্রমুখ। এ সময় লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু বলেন, গত ৫৪বছরে দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লক্ষাধিক ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। এসব ভূয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান আহ্বায়ক কমিটি ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)কে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, বর্তমান কমিটির মেয়াদকালে উপজেলা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠণ করা হবে। এই আহ্বায়ক কমিটিতে শুধু রণাঙ্গনের প্রকৃত সশস্ত্র মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হবেন। যে সকল মুক্তিযোদ্ধা বিগত সরকারগুলোর আমলে দলীয়করণের মাধ্যমে মুক্তিযোদ্ধা তৈরি কিংবা তৈরিতে সহযোগিতা করেননি সর্বপরি তিনি কোন রাজনৈতিক দলের পদধারি ব্যক্তি এই সকল মুক্তিযোদ্ধা কোন কমিটিতে অন্তর্ভূক্ত হতে পারবেন না।
উল্লেখ্য যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খান-এঁর যৌথ স্বাক্ষরে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে রয়েছেন- আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু। যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। সদস্য সচিব: বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম। সদস্য: বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (পাটগ্রাম), বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক (হাতীবান্ধা), বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (কালীগঞ্জ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (আদিতমারী), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুর রশিদ (লালমনিরহাট সদর)।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.