লালমনিরহাটে চলতি মৌসুমে টিএসপি, ইউরিয়া, ডিএপিসহ বিভিন্ন জাতের সারের মূল্য বেশি রাখার অভিযোগ উঠেছে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। এ নিয়ে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকা, অনলাইনে "লালমনিরহাটে টিএপি সার উধাও : বিক্রি হচ্ছে অধিক মূল্যে; গোডাউন জাত করার অভিযোগ ডিলারদের বিরুদ্ধে" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দুর্নীতি দমন কমিশন-দুদক প্রধান কার্যালয় নড়েচড়ে বসে। প্রতিবেদনের সূত্র ধরে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের একাধিক টিম। দুর্নীতি দমন কমিশন-দুদক মজুত সার সন্ধানে তল্লাশি চালায় বিসিআইসি সিন্ডিকেট ডিলারদের গোডাউনে। এরপর ন্যায্য মূল্যে সার পাচ্ছেন কৃষকেরা। এতে খুশি তারা।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশন-দুদক বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানকে নির্দেশ দেয়। প্রধান কার্যালয়ের নির্দেশে লালমনিরহাটে দুর্নীতি দমন কমিশন-দুদক তদন্ত টিম মাঠে নামে। কৃষকের সঙ্গে কথা বলে সরাসরি অভিযোগ শুনে। এরপর বিসিআইসি ডিলার গোডাউনে যায়। দুর্নীতি দমন কমিশন-দুদক টিম ভেলাবাড়ী, সারপুকুর, লালমনিরহাট শহরের রেলওয়ে বাজার, সাপ্টীবাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে আদিতমারী ফাতেমা ফিলিংস স্টেশনের পাশে ডিলার মেসার্স টুম্পা ট্রেডিং গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের সার মজুত পায়। টিএসপি সারের বস্তাও মজুত পায়। টিম নাছির ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স এছাড়াও বিসিআইসি ডিলারদের অন্যান্য গোডাউনেও তল্লাশি চালিয়ে মজুত সারের সন্ধান পায়। এছাড়া দুর্নীতি দমন কমিশন-দুদক মহেন্দ্রনগরের বিসিআইসি ডিলার মেসার্স নিশাত টেডার্স, খুনিয়াগাছের বিসিআইসি ডিলার কেয়া টেডার্স, বড়বাড়ী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স সোনারগাঁ ট্রেডার্স মালিক হাজী গোফরানের বিরুদ্ধে অতিরিক্ত মূল্য সার বিক্রি অভিযোগ পেয়েছে। এছাড়াও বিসিআইসি ডিলার পঞ্চগ্রামের মেসার্স মাসুদ ফার্টিলাইজারের মালিক শামসুল ইসলাম বিরুদ্ধে সার মজুতের অভিযোগ পেয়েছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক এর তদন্ত কমিটির উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান জানান, সার মজুত রেখে সিন্ডিকেটের মাধ্যমে দ্বিগুণ মূল্য কৃষকের নিকট সার বিক্রির অভিযোগটি সঠিক। তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান আতিক জানান, টুম্পা ট্রেডিং, বিসিআইসি ডিলার মেসার্স আব্দুল হাকিম, মেসাস আব্দুল হাফিজ, মেসার্স কাশেম ট্রেডার্স গোডাউনে মজুত সার পাওয়া গেছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, সার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.