লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র মেহেদি হাসান মুহিদ (২৭) এর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষীটারী ইউনিয়নের হাদির বাঁধ কেল্লাবন এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নামে মুহিদ। কিছুক্ষণ পর ৩জন তীরে ফিরে আসলেও মুহিদ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এবং বন্ধুদের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ উপজেলার মেডিকেল মোড় এলাকার বাসিন্দা এনামুল হক এনামের ছেলে মুহিদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, মুহিদ নিখোঁজ হওয়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.