লালমনিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ''রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা" বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মহিউদ্দিন আহম্মেদ লিমন প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এটি চূড়ান্ত নয়, সেখানে সংযোজন ও বিয়োজন করার সুযোগ আছে, আপনারা খোলা মনে মতামত দিবেন আমরা কেন্দ্রে পাঠিয়ে দিবো, পরবর্তীতে চূড়ান্তভাবে জাতিকে জানানো হবে।
বিএনপির ৩১ দফা নিয়ে সহমত পোষণ করে এবং সেখানে সংযোজনের প্রস্তাব রেখে লালমনিরহাটের সুধী সমাজ বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক মৃদুল হাবিব বলেন, বর্ডারে মারার বিষয় পরিস্কার বার্তা দিতে হবে এবং পিছিয়ে পড়া জেলা থেকে মানব সম্পদ রপ্তানি করতে হবে।
কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির বলেন, ৩১ দফার ১২নং দফাতে সাংবাদিকদের নির্যাতন/ হত্যা বিচারে ট্রাইব্যুনাল গঠন ও মফস্বল সাংবাদিকদের সঠিক বেতন নির্ধারণের জন্য কাজ করতে হবে, ২৬ নম্বর দফায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক বাড়িয়ে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা বাড়াতে হবে, ২৭ নম্বর দফায় কৃষকদের জন্য সরকারি ভাবে কৃষি বাজার চালুর বিষয় পরিস্কার করতে হবে।
তিনি আরও প্রস্তাব রেখে বলেন, মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ ও আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে।
সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন বলেন, ২২নং দফায় জুলাই যোদ্ধাদের স্বীকৃতির বিষয়ে আসতে হবে।
এ্যাডঃ একেএম ছামসুল হক বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য পরিকল্পনা থাকা দরকার।
সাংস্কৃতিক কর্মী বুলা খন্দকার বলেন, সাংস্কৃতিক বিপ্লবের জন্য কাজ করতে হবে।
অধ্যক্ষ সুদান চন্দ্র রায় বলেন, সংখ্যালঘু সুরক্ষার বিষয় পরিস্কার বার্তা দিতে হবে।
অধ্যক্ষ (অবঃ) আমিরুল হায়াত আহমেদ মুকুল বলেন, চাহিদা ও সময় উপযোগী ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.