লালমনিরহাটের মুস্তফী হতে তিস্তা বাসস্ট্যান্ড সড়কের পূর্ব পার্শ্বে পুকুরের পানির হালকা ঢেউয়ের তালে তালে মাথা উঁচু করে আছে সাদা-গোলাপী পাঁপড়ির মিশেলে একেকটা পদ্মফুল। তিস্তার পুকুরে পদ্মফুলের এমন অপরূপ সৌন্দর্য এ পথে আসা প্রকৃতি প্রেমিদের মনকে যেন নাড়া দেয়। এ পথে গেলেই উপভোগ করছেন এ অপরুপ সৌন্দর্য। তিস্তা সড়কের পুকুরে চোখে পড়ে এ পদ্মফুলের।
এ মনোরম দৃশ্য মনকে প্রফুল্ল করে তোলে। তাই প্রাকৃতিক সৌন্দর্য পিপাষু ও প্রকৃতি প্রেমিদের কাছে নতুন ঠিকানা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তার পদ্ম পুকুর।
সাংবাদিক মাসুদ রানা রাশেদ জানান, মোস্তফী হতে তিস্তা রাস্তা দিয়ে যাওয়ার সময় পদ্মফুল দেখি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তাই ছবি তুলে আনন্দ উপভোগ করেছি।
রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী মোছাঃ আইরিন বেগম জানান, অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালমনিরহাট। এখানকার নদী-নালা, খালে-বিলে পদ্মফুলের দেখা পাওয়া যায়। মানুষের প্রকৃতি সংরক্ষণের যে তাগিদ তা সত্যিই আকৃষ্ট করে সবাইকে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.