লালমনিরহাটে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, উদ্বোধনী ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মৎস্য অফিসার জয়দেব পাল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন সফল মৎস্যচাষী মোঃ নূর আলম সিদ্দিক, শরিফুল ইসলাম মিঠু, মৎস্যজীবী মোঃ আজিম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ হামিদুর রহমান, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ পালনের মূল লক্ষ্য হচ্ছে দেশি প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তারা উল্লেখ করেন, বর্তমানে দেশের প্রাণিজ আমিষের প্রায় অর্ধেকেই আসে মাছ থেকে। পাশাপাশি মাছ রপ্তানির মাধ্যমে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। এ জন্য নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয়ে দেশি মাছ রক্ষা ও সংরক্ষণ অত্যন্ত জরুরি।
লালমনিরহাট জেলা মৎস্য অফিসার জয়দেব পাল বক্তব্যে বলেন, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, পোস্টার ও লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা এবং মাছ চাষিদের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে মৎস্য চাষিদের সচেতন করার কথা তুলে ধরেন।
লালমনিরহাট জেলা মৎস্য অফিসার জয়দেব পাল আরও বলেন, বর্তমানে জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করছে।
এর আগে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্য চাষিদের অংশগ্রহণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার মাছ চাষে অন্যন্য অবদান রাখার জন্য ৩জন মৎস্য চাষীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
উল্লেখ্য যে, আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্যচাষ সম্প্রসারণ, নিরাপদ মৎস্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পুরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য সংশ্লিষ্ট অংশীজনদের উৎসাহিত করতে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা ও পুরস্কার বিতরণ ও অন্যান্য সরকারি কর্মসূচী বাস্তবায়িত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.