লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম উত্তর সাপটানা বটতলা মন্দির-মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড পর্যন্ত সড়ক জন জীবনের জন্য ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সড়কটি ভেঙে খানা-খন্দে পরিপূর্ণ, সংস্কারের অভাবে এখানে চলাচলকারী মানুষ ও যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে।
প্রতি বছর বর্ষাকালে লালমনিরহাটের উত্তর সাপটানা বটতলা মন্দির থেকে মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড সড়কের অবস্থ্য সবচেয়ে খারাপ হয়ে পড়ে। বর্ষার পানিতে সড়কের গর্ত ও খানাখন্দ ঢেকে যায়। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাতে কোনো ল্যাম্পপোস্ট না থাকায় অন্ধকারে দুর্ঘটনার মাত্রা বাড়ছে, অনেকেই প্রাণহানির শিকার হচ্ছেন।
মোগলহাটকে উপজেলা ও জেলা শহরের সাথে সংযুক্ত করে যাওয়া একমাত্র স্থলপথ হলো উত্তর সাপটানা বটতলা মন্দির-মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড সড়ক। পণ্য পরিবহন, যাতায়াতকারীসহ যানবাহনগুলো এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে।
লালমনিরহাটের সাপটানা বাজার থেকে মোগলহাট সড়কের মোট ১০কিলোমিটার অংশের মধ্যে ২কিলোমিটার লালমনিরহাট পৌরসভার আওতায় রয়েছে এবং ৮কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)র। তবে সড়কের বিভিন্ন অংশে যেমন- উত্তর সাপটানা বটতলা মন্দির সংলগ্ন এলাকা, পৌরসভার পিলার এলাকা, কাকেয়া টেপা মাদ্রাসা মোড়, ভাটিবাড়ী দীঘির পাড়, ভাটিবাড়ী হাট-বাজার এলাকা, ভাটিবাড়ী আজগার আলীর বাড়ি সংলগ্ন, কোদালখাতা ইয়াকুবের মর্ডার সংলগ্ন, কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, নূরনবী দোকান, হাফেজের দোকান, আমির আলীর দোকান, ছাত্তার আলীর দোকান, ২নং ফুলগাছ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভারালদাহ বাজার, রত্নাই ব্রীজ, বর্ধমান বাজার, ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয় ও মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বর অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ বিদ্যমান, যা দুর্ঘটনার জন্য দায়ী। সড়কের অবস্থা নিয়ে চালক ও পথচারীরা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ।
মোটর সাইকেল চালক ফরহাদ হোসেন ও নায়েব আলী বলেন, খারাপ সড়কে চলাচল অত্যন্ত বিপজ্জনক। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছি, কখনো পড়ে গেলে পেছন থেকে আসা যানবাহনের কারণে প্রাণহানির আশঙ্কা থাকে।
পথচারী কমল কান্তি বর্মণ ও কাজু মোল্লা বলেন, ছোট যানবাহন চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, দুর্ঘটনার আশঙ্কায় রাতের বেলায় চলাচল কঠিন।
পথচারীরা দাবি করছেন, সড়কের এই করুণ অবস্থা থেকে দ্রুত মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কাওছার আলম জানান, আহবানকৃত ট্রেন্ডারটি বাতিল করণ কার্যক্রম চলমান রয়েছে। পুর্ণরায় মূল্যায়নসহ ট্রেন্ডার আহবান করা হবে।
উল্লেখ্য যে, ২০২১ সালে "ঘূর্ণিঝড় আম্ফান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্প"-এর আওতায় ৮কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ১২ফুট থেকে ১৮ফুট পর্যন্ত প্রশস্ত করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। ৬কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বেলাল কনস্ট্রাকশন ও হামিদ ট্রেডার্স। পরে রাস্তাটি পুর্ণসংস্কার কাজ শুরু হয়। কিছু দিন এ সংস্কার কাজ চলার পর কি অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। তবে ৪বছর পেড়িয়ে গেলেও কাজের গতি এতটাই ধীর যে, এখনও প্রকল্পটি অসম্পূর্ণ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.