বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। যে ভবিষ্যৎ রচনা করতে গিয়ে জুলাই আন্দোলনে ছাত্ররা অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ছাত্ররাই সৃষ্টি করেছে '৫২-এর আন্দোলন, ছাত্ররাই সৃষ্টি করেছ '৬৯ আন্দোলন, ছাত্ররাই সৃষ্টি করেছ '৭১ মুক্তিযুদ্ধ, ছাত্ররাই সৃষ্টি করেছ '৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ সারা পৃথিবীতে জাগিয়ে দিয়েছো '২৪ জুলাই গণঅভ্যুত্থান।
রোববার (১০ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়, তিস্তা ডিগ্রী কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৮শত বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক পাটোয়ারী সাজু, তিস্তা মোস্তাক আহমেদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলেফ উদ্দিন, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, গত ১৬ ও ১৭টি বছর পার হয়ে গেল ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে লুটপাট করেছে মানুষের ভোটাধিকার হড়ণ করে কেড়ে নিয়েছে। কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন কখনো করে নাই। তারা লুটপাটকারী তারা গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়েছে। ডাকাতরা তো এলাকা থেকে পালিয়ে যায় ভালো মানুষতো পালায় না। তারা এ দেশের মানুষকে জুলুম অত্যাচার গুম, খুন, হত্যা ধর্ষণ, লুটপাট করে পালিয়েছে।
"গাছ লাগান, পরিবেশ বাঁচান" এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লালমনিরহাট জেলা বিএনপি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার (১০ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয় মাঠে, তিস্তা ডিগ্রী কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৮শতাধিক বিভিন্ন জাতের বৃক্ষ চারা বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রকৃতি আমাদের বড় আশ্রয়। আমরা যদি প্রকৃতির পাশে দাঁড়াই, প্রকৃতিও আমাদের রক্ষা করবে। এই বর্ষা মৌসুমকে সামনে রেখে লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত বৃক্ষরোপণের যে উদ্যোগ আমরা নিয়েছি, তা শুধু চারা বিতরণে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি গাছের বেড়ে ওঠা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। কারণ এই গাছগুলোই একদিন আমাদের প্রজন্মকে ছায়া দেবে, ফল দেবে, আর পরিবেশ রক্ষা করবে। আমরা যে গাছ দিয়েছি, তার মধ্যে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতি রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এ কর্মসূচি শুধু প্রতীকী নয়, এটি বাস্তবায়নের জন্য আমাদের দলের প্রতিটি স্তরের নেতাকর্মী দায়িত্বশীল থাকবে। আমরা প্রতিটি চারা রোপণ শেষে খোঁজ নেব, কোথায় গাছ কেমন বেড়ে উঠছে। বৃক্ষরোপণ শেষ নয়, গাছের পরিচর্যা করাটাও আমাদের আন্দোলনের অংশ।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃতি প্রেমী একজন মানুষ। তিনি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আজ তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে সবুজায়নের এই আন্দোলনে যুক্ত হয়েছি। স্কুল, কলেজ, মসজিদ-মন্দির, কবরস্থান, রাস্তার মোড়, যে স্থানে গাছ লাগালে মানুষ উপকৃত হবে, সেখানেই আমরা রোপণ করবো। নিম গাছের প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কক্ষের জানালার পাশে এসব গাছ লাগানো হবে, যেন পরিবেশ থাকে সুস্থ ও প্রশান্তিকর।
প্রধান অতিথির বক্তব্য শেষে উপরিউক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৮শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.