লালমনিরহাটে "সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করো, কলমের স্বাধীনতা রক্ষা করো" স্লোগান নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ'র গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাটে কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ এবং লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাভিশন লালমনিরহাট প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, বৈশাখী টিভি লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, একুশে টিভি লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়, জিটিভি লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, আরটিভি লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন, মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট রাসেল মিয়া প্রমুখ। এ সময় লালমনিরহাটের কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ এবং লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা দৈনিক প্রতিদিনের কাগজ'র গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের উপরে হামলা করা হয় এবং তাদের জীবনকে কেড়ে নেয়া হয় তাহলে সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবে, আমরা লালমনিরহাট জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আরও জানাচ্ছি যে আসুন আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই। অন্যায়কারী যতো বড় প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.