লালমনিরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ধারাবাহিতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে- সমাবেশ ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের এম টি হোসেন ইন্সটিটিউট মাঠে সমাবেশ ও বিজয় র্যালিটি শুরু হয়।
পরে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়।
বিজয় র্যালি শুরু হওয়ার আগে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ স্বৈরশাসকের হাত থেকে মুক্ত হয়ে এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এই বাংলায় আর কোন স্বৈরশাসকের জন্ম হবেনা। আগামী দিনের ভবিষ্যৎ যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিবে। জুলাই গণঅভ্যুত্থানে যখন সবাই পিছু হটতে চেয়েছিল আমাদের নেতা তারেক রহমান প্রান্তিক পর্যায়ে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলনকে পূর্ণরূপ দেওয়ায় হাসিনাকে পালাতে হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আব্দুস ছালাম, লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস ছাত্তার, লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি পাভেল রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুল, এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২৫/২৬হাজার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা বিজয় র্যালিতে অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.