লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসন লালমনিরহাট কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহিদ এঁর স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলামসহ শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামিদুর রহমান প্রমুখ। এ সময় শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুর ৩টায় হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা পরিষদ লালমনিরহাটের আয়োজনে আমার চোখে জুলাই বিপ্লব ৩৬ জুলাই স্বপ্নের বাংলাদেশে নতুন সূর্যোদয় জুলাই কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জুলাই কনসার্টে হৃদয় জেজে এন্ড ফ্রেন্ডস, টঙের গান, নাদিয়া আফরীন মৌরী সংগীত পরিবেশন হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.