সীমান্তে লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ১জন আসামী আটক এবং গাঁজা, ইস্কাফ সিরাপ ও ভারতীয় কোয়ার্ড ক্রিম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ও দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ সিরাপসহ ১জন আসামী আটক এবং গাঁজা ও ভারতীয় কোয়ার্ড ক্রিম জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, অনন্তপুর বিওপি’র আওতাধীন বালাবাড়ী ভাগুয়ার ভিটা (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ৩৩ বোতল ইস্কাফ সিরাপসহ ১জন আসামী আটক করতে সক্ষম হয় এবং মোগলহাট বিওপির আওতাধীন কুমারটারী (থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট) নামক স্থানে ১টি বিশেষ টহলদল অভিযান চালায়। উক্ত অভিযানে কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যসহ ১জন আসামী আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় গাঁজা ৮.৯কেজি ও কোয়ার্ড ক্রীম ৩০০পিস, বাজার মূল্য ১লক্ষ ৬হাজার ১শত ৫০টাকা এবং ভারতীয় ইস্কাফ সিরাপ৩৩ বোতল এবং ১টি বাইসাইকেল, বাজার মূল্য ২২হাজার ২শত টাকা। যার সর্বমোট বাজার মূল্য ১লক্ষ ২৮হাজার ৩শত ৫০টাকা। এ ঘটনায় ১টি বাইসাইকেল ও ৩৩ বোতল ইস্কাফ সিরাপসহ আটকৃত আসামী মোঃ রাশেদুল হক (২৭), পিতাঃ মোঃ আব্দুল মালেক, গ্রামঃ অনন্তপুর বালাবাড়ী, থানাঃ ফুলবাড়ী ও জেলাঃ কুড়িগ্রাম এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.