লালমনিরহাট পৌরসভার সাপটানা রোড থেকে পুরান বাজার পর্যন্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্ল্যাব/ ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই চলাচল করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, লালমনিরহাট জেলা সদরের পৌর এলাকার ব্যস্ততম এলাকাগুলোর অন্যতম সাপটানা রোড থেকে পুরান বাজার পর্যন্ত সড়ক। বাজারের পানি নিষ্কাশনের জন্য এই সড়কে পৌরসভা থেকে ড্রেন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু ড্রেনের ওপর স্ল্যাব দেওয়ায় পথচারীরা একে ফুটপাত হিসেবে ব্যবহার করে আসছিলেন। ড্রেনের পাশেই বাজারের সবচেয়ে বড় বড় মার্কেট ও সরকারি বে-সরকারি ব্যাংক, বিমা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।
ফলে দিনের বেশির ভাগ সময় ফুটপাতটি পথচারীদের দখলে থাকে। সাপটানা রোড থেকে পুরান বাজার পর্যন্ত ড্রেনের ২টি স্থানে দীর্ঘদিন যাবৎ স্ল্যাব/ ম্যানহোলের ঢাকনা ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। ব্যবসায়ীরা এই ভাঙা স্থানে বাঁশ ও গাছের ডাল দিয়ে যাতায়াতকারীদের সর্তক করেছে যে সামনে ভাঙা স্ল্যাব রয়েছে। এই ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে যেকোন সময়ই ড্রেনের এই উন্মুক্ত স্থানে পথচারী, সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুরান বাজার সড়কের লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (চেম্বার ভবন) ও রূপালী ব্যাংক পিএলসি জোনাল অফিস লালমনিরহাট এর সামনের একটি জায়গায় ড্রেনের স্ল্যাব ভেঙে গেছে। অপরটি লালমনিরহাট জেলা শহরের পুরান বাজারস্থ শাহান শপিং কমপ্লেক্স ও লালমনিরহাট পুলিশ ফাঁড়ির সামনের সড়কটিতে ম্যানহোলের ঢাকনা ভাঙা রয়েছে।
পুরান বাজারের ব্যবসায়ীরা বলেন, ড্রেনের স্ল্যাবটি ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। এতে গর্তে পড়ে মানুষের ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রেনে দ্রুত স্ল্যাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
পুরান বাজারে যাতায়াতকারী পথচারীরা বলেন, ড্রেনের স্ল্যাব/ ম্যানহোলের ঢাকা না থাকায় এর ফাঁকা জায়গায় পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এ সমস্যার সমাধান করা প্রয়োজন।
এ ব্যাপারে লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান ও লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী এর বক্তব্য জানা যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.