লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আকবর আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার নিহত আছিয়া বেগমের সঙ্গে ভাতিজা রেজাউলের জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। সকালে জমি চাষ করতে গিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে আছিয়া বেগম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আকবর আলি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মরদেহ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.