লালমনিরহাটে "ইশারা ভাষা ব্যবহার করব, বিশ্বকে জয় করব" স্লোগান নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন আলী। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তানভীর রায়হান শৈবাল, রাজশাহী বধির ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, লালমনিরহাট জেলা ফুটবল কোচ আবুল কালাম আজাদ বকুল, সাবেক খেলোয়ার মনসুর আলী।
ফাইনাল খেলায় লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ১ গোল, রাজশাহী বধির ফোরাম ১ গোল। পরে পেনাল্টিককে লালমনিরহাট শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা চ্যাম্পিয়ন ও রাজশাহী বধির ফোরাম রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, খেলায় ফুটবল প্রেমিক হাজার হাজার দর্শনার্থী খেলাটি উপভোগ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.