লালমনিরহাটের আদিতমারীতে বি.আর.এস রেকর্ড ভুক্ত সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
এদিকে এর প্রতিকার চেয়ে এলাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম।
জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর মৌজার চওড়াটারী গ্রামের আজিজুল ইসলামের বাড়ির পাশ দিয়ে গ্রাম বাসীর চলাচলের জন্য একটি সরকারি বি.আর.এস রেকর্ড ভুক্ত রাস্তা রয়েছে। কিন্তু ওই গ্রামের মৃত নুরুজ্জামলের ছেলে শফিকুল সরকারি ওই রাস্তার প্রায় ৯শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন।
অভিযোগকারী আমিনুল ইসলামসহ একাধিক গ্রামবাসী বলেন, গত মাসে স্থানীয় ভাবে একটি শালিসি বৈঠকে জনৈক দখলদারিদের ডেকে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে সরকারি রাস্তা দখল ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তারা কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে বাড়ির নির্মাণের কাজ চলমান রাখে।
এ বিষয়ে শফিকুল ইসলামের মা শাফিয়া খাতুন রাস্তার উপর বাড়ি নির্মাণের কথা স্বীকার করে বলেন, আমরা সরকারি রাস্তার উপর বাড়ি নির্মাণ করেছি সেটা সরকার আর আমরা বুঝবো এতে এলাবাসীর মাথা ব্যথা কেন?
আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়েছি। এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার জানান, অবৈধভাবে সরকারি রাস্তা দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.