লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগের ফলে ৫লক্ষ টাকার মাছ মরে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় ১একর জমির মাছের প্রজেক্টে বিষ দেওয়া হয়।
এতে প্রায় ৫লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে যাওয়ায় ভুক্তভোগী খামারি ইয়াকুব আলী এখন দিশেহারা হয়ে পড়েছেন। প্রায় কয়েক বছর ধরে লালন পালন করে আসা পুকুর ভরা মাছের এ সময়ই বিক্রির মৌসুম। এমন সময় এই দুঃসংবাদ পেয়ে মুষড়ে পড়েন ইয়াকুব আলী। তিনি একই এলাকার দিল মাহমুদের ছেলে।
চোখে মুখে হতাশা নিয়ে ইয়াকুব আলী বলেন, সকালে পুকুরে এসে দেখি মাছ মরে ভাসছে। এ সময় পুকুর পাড়ে মাছ মারার জন্য ব্যবহৃত এক ধরনের বিষাক্ত ট্যাবলেট পড়ে থাকতে দেখি। রাতের আঁধারে কে বা কারা এই বিষ প্রয়োগ করে আমার ঘেরের ৫লক্ষ টাকা দামের মাছ মেরে ফেলেছে।
পূর্ব কোনো শত্রুতা বা প্রতিহিংসা পরায়ণ হয়ে এ ঘটানো ঘটায়। এমন জঘন্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগী মৎস্য খামারি ইয়াকুব আলী। তিনি বলেন, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি দুর্বৃত্তদের শাস্তি চাই।
ইয়াকুব আলীর ছোট ভাই ইজ্জত আলী বলেন, অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করতেই পুকুরে মাছ নিধন করেছে চক্রান্তকারীরা। পুলিশ প্রশাসন যেন বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় নেয়, এ জন্য আমরা ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছি।
প্রতিবেশি ফজলুর হক ও গজর উদ্দিন বলেন, ইয়াকুবের মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা মাছভর্তি পুকুরে বিষ দিয়েছে। পুকুরে থাকা সব মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা
মোঃ সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন, ভবিষ্যতে আমাদের যেকোনো প্রকার প্রণোদনা বা সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা এই ক্ষতিগ্রস্ত খামারিকে বিশেষ অগ্রাধিকার দেব। মাছ চাষি ইয়াকুব আলী ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এমন অপরাধের সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য যে, কালীগঞ্জ উপজেলায় মাছের পুকুর বা ফসলের জমিতে এমন দুর্বৃত্তদের আক্রমণ প্রায়ই ঘটে। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে অনেকাংশেই কমে আসবে বলে মনে করছেন এ খাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.