বাংলাদেশে সমকামীদের অধিকার বাস্তবায়নের উদ্দেশ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের চুক্তির তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রামে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার পূর্বে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেন, বিশ্বব্যাপী যারা সমকামিতার অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার কমিশনকে ব্যবহার করছে, তারাই মূলত বাংলাদেশে সমকামিতার জন্য সুযোগ সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সঙ্গে যেকোনো চুক্তি করার আগে দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করা উচিত। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে পারে এমন কোনো বিষয় জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
এ সময় তিনি ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গুম-খুনের বিচার না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, এসব অপরাধে আওয়ামী ফ্যাসিবাদের বিচার জাতি দেখতে চায়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করায় সরকারের প্রধান দায়িত্ব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্য শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের লালমনিরহাট সদর-৩ আসনের প্রার্থী মাওলানা ইসমাঈল হুসাইন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হককে সম্মাননা স্মারক প্রদান করেন।
পরে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে মাইক্রোবাস যোগে লালমনিরহাটের পাটগ্রামের টি.এন স্কুল অ্যান্ড কলেজ মাঠের উদ্দেশ্যে যাত্রা করেন।
এদিকে লালমনিরহাটে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) রাত ৯টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টি.এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস লালমনিরহাট জেলা শাখার সভাপতি মুফতি আবুল কাশেম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা ও ওলামা কল্যাণ পরিষদ পাটগ্রামের সভাপতি আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা (প্রথম ধাপ) এ নির্বাচনী এলাকা ১৬, লালমনিরহাট-১ মুফতী আবুল কাসেম, ১৭, লালমনিরহাট-২ মুফতী আব্দুল হান্নান, ১৮, লালমনিরহাট-৩ মাওলানা ইসমাঈল হুসাইন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.