লালমনিরহাটে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এ ফলাফল প্রকাশিত হয়।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান জানান, এতে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল নিম্নরুপ- ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ১৪১১৫জন। মোট পাশ ৮৫৮৬জন। জিপিএ-৫ ৬১৭জন। পাশের হার ৬০.৭৫। লালমনিরহাট সদর উপজেলার মোট পরীক্ষার্থী ৪০৮৯জন। মোট পাশ ২৫১৭জন। জিপিএ-৫ ২৫৩জন। পাশের হার ৬১.৫৫। আদিতমারী উপজেলার মোট পরীক্ষার্থী ২২৯২জন। মোট পাশ ১৪২২জন। জিপিএ-৫ ৯১জন। পাশের হার ৬২.০৪। কালীগঞ্জ উপজেলার মোট পরীক্ষার্থী ২৬৯৩জন। মোট পাশ ১৬১৫জন। জিপিএ-৫ ১০৬জন। পাশের হার ৫৯.৯৭। হাতীবান্ধা উপজেলার মোট পরীক্ষার্থী ২৫৯২জন। মোট পাশ ১৫৯১জন। জিপিএ-৫ ৯৮জন। পাশের হার ৬১.৩৮। পাটগ্রাম উপজেলার মোট পরীক্ষার্থী ২৪৪৯জন। মোট পাশ ১৪৪১জন। জিপিএ-৫ ৬৯জন। পাশের হার ৫৮.৮৪।
২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফল: লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ২৫৭৭জন। মোট পাশ ১৫৯৬জন। জিপিএ-৫ ৫৮জন। পাশের হার ৬০.৬২। লালমনিরহাট সদর উপজেলার মোট পরীক্ষার্থী ৮০৫জন। মোট পাশ ৫৯২জন। জিপিএ-৫ ৩৭জন। পাশের হার ৭৩.৫৪। আদিতমারী উপজেলার মোট পরীক্ষার্থী ৩৭৮জন। মোট পাশ ২৪৪জন। জিপিএ-৫ ১০জন। পাশের হার ৬৪.৫৫। কালীগঞ্জ উপজেলার মোট পরীক্ষার্থী ৬৭১জন। মোট পাশ ৩৩৯জন। জিপিএ-৫ ৬জন। পাশের হার ৫১.০০। হাতীবান্ধা উপজেলার মোট পরীক্ষার্থী ৪০৫জন। মোট পাশ ১৬২জন। জিপিএ-৫ ০৪জন। পাশের হার ৩২.৫৯। পাটগ্রাম উপজেলার মোট পরীক্ষার্থী ৩১৮জন। মোট পাশ ২৫৯জন। জিপিএ-৫ ০১জন। পাশের হার ৮১.৪৫।
২০২৫ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল: লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ২২৯৬জন। মোট পাশ ১৩২২জন। জিপিএ-৫ ৭৪জন। পাশের হার ৫৯.৪৭। লালমনিরহাট সদর উপজেলার মোট পরীক্ষার্থী ৪৩৩জন। মোট পাশ ৩০০জন। জিপিএ-৫ ৪জন। পাশের হার ৬৭.৭২। আদিতমারী উপজেলার মোট পরীক্ষার্থী ১৭০জন। মোট পাশ ১৪৫জন। জিপিএ-৫ ১৩জন। পাশের হার ৮৫.২৯। কালীগঞ্জ উপজেলার মোট পরীক্ষার্থী ৭৪৬জন। মোট পাশ ৩৫৫জন। জিপিএ-৫ ৩২জন। পাশের হার ৪০.২৯। হাতীবান্ধা উপজেলার মোট পরীক্ষার্থী ৪৫৫জন। মোট পাশ ২৪০জন। জিপিএ-৫ ০৪জন। পাশের হার ৫২.৭৪। পাটগ্রাম উপজেলার মোট পরীক্ষার্থী ৪৯২জন। মোট পাশ ২৮২জন। জিপিএ-৫ ২১জন। পাশের হার ৫১.৩২।
২০২৫ সালের দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল: লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ৮০জন। মোট পাশ ৪১জন। জিপিএ-৫ ০জন। পাশের হার ৪৪.৫৮। লালমনিরহাট সদর উপজেলার মোট পরীক্ষার্থী ০০জন। মোট পাশ ০০জন। জিপিএ-৫ ০০জন। পাশের হার ০০। আদিতমারী উপজেলার মোট পরীক্ষার্থী ৮জন। মোট পাশ ৪জন। জিপিএ-৫ ০জন। পাশের হার ৫০.০০। কালীগঞ্জ উপজেলার মোট পরীক্ষার্থী ২১জন। মোট পাশ ০৪জন। জিপিএ-৫ ০০জন। পাশের হার ১৯.০৫। হাতীবান্ধা উপজেলার মোট পরীক্ষার্থী ০০জন। মোট পাশ ০০জন। জিপিএ-৫ ০০জন। পাশের হার ০০। পাটগ্রাম উপজেলার মোট পরীক্ষার্থী ৫১জন। মোট পাশ ৩৩জন। জিপিএ-৫ ০জন। পাশের হার ৬৪.৭১।
তিনি আরও জানান, শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানগুলো হলো: ১। ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সদর, ২। মোগলহাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, সদর।
একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান হলো: ১। পশ্চিম বড়ুয়া রোটারী মাধ্যমিক বিদ্যালয় (সদ্য পাঠদানকৃত), সদর। ২। পশ্চিম সারডুবি এইচ বি দাখিল মাদ্রাসা, হাতীবান্ধা। ৩। ধুবনী দাখিল মাদ্রাসা, হাতীবান্ধা।
ফলাফল জানার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.