লালমনিরহাটে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান রশীদ-এঁর অবসর জনিত বিদায় ও ডাটা এন্ট্রি অপারেটর জনাব এ.কে.এম সাইফুল ইসলাম-এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন সম্মেলন কক্ষে যুব পরিবার, যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক আব্দুল সালাম সিকদার। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক (অবসর) মোঃ বোরহান রশীদ, ডাটা এন্ট্রি অপারেটর এ.কে.এম সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল সালাম সিকদার বক্তব্যে বলেন, জনাব এ.কে.এম সাইফুল ইসলাম ডাটা এন্ট্রি অপারেটর গত ১ জুন, ২৩ আদিতমারী কার্যালয় হতে এ কার্যালয় যোগদান করেন যোগদানের পর থেকে তিনি তার উপর সরকারী দায়িত্ব শত ভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন, আমি তার অফিয়াল কাজের জন্য খুশি তিনি একজন অনেক দক্ষ কর্মচারী তার হঠাৎ করে বদলি হয় আমিসহ লালমনিরহাট জেলার যুব পরিবার অবাক হয়েছি। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো এ রকম কর্মচারী এ জেলার গৌরব আমি তাঁর মঙ্গল কামনা করছি।
পরে বিদায়ী সহকারী পরিচালক ও ডাটা এন্ট্রি অপারেটরকে পুষ্পমাল্য, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.