লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তেপতি এলাকায় মোটর সাইকেল ও ড্যাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টা ৩০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম জাকারিয়া প্লাবন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেটকি বাড়ির মাহাথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও পাটগ্রাম উপজেলার আতিকুর রহমান রিজু (৩২)। মাহাথির মোহাম্মদ ফুয়াদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, তিন যুবক মোটর সাইকেলে লালমনিরহাটের বড়বাড়ীর দিকে যাওয়ার পথে গীদালের তেপতিতে বিপরীতমুখী একটি ড্যাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গোলাম জাকারিয়া প্লাবন নিহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন।
উল্লেখ্য যে, ড্যাম ট্রাকের চালক পলাতক রয়েছে। তবে ড্যাম ট্রাকের নম্বর খুলনা মেট্টো-শ ১১-০২৭৫। বর্তমানে মোটর সাইকেল ও ড্যাম ট্রাকটি লালমনিরহাট সদর থানায় রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.