লালমনিরহাটে উজান থেকে ধরলা নদী দিয়ে ভেসে এসেছে অজ্ঞাত (৪০) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বুধবার (২৫ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল চন্দ্র জানান, স্থানীয় কয়েকজন দিন মজুর কাজ করতে গিয়ে ধরলা নদী দিয়ে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে ওই লাশ উদ্ধার করে। মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পচন আসায় ওই লাশের পরিচয় সনাক্ত করতে পারছে না স্থানীয়রা। লাশের পড়নে রয়েছে ব্লু রংয়ে হাফপ্যান্ট ও টিশার্ট।
লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি তদন্ত বাদল চন্দ্র।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.