|| মন্তব্য প্রতিবেদন-
"কোদালখাতা ব্রীজ সংলগ্ন সড়কে ধান মাড়াইয়ের পর খড় অপসারণ না করায় খড়ের স্তুপ ভিজে পচে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে"
:: প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন পথচারীরা?
কয়েক দিন পূর্বে রাস্তার উপর ধান মাড়াইয়ের পর খড় খড় অপসারণ না করায় খড়ের স্তুপ ভিজে যাওয়ার ফলে তা পচে গিয়ে পিচ্ছিল অবস্থার সৃষ্টি করেছে, যা বর্তমানে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন কোদালখাতা ব্রীজ সংলগ্ন সড়কে ধান মাড়াইয়ের ফলে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং এতে করে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যেন দেখার আছে, শুধু ব্যবস্থা নেয়ার কেউ নেই।
|| কোদালখাতা সড়কে দুর্ঘটনার ঝুঁকি:
খড় পচে যাওয়ার ফলে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে এবং এতে করে যানবাহন এবং পথচারীদের জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে গেছে। ইতিপূর্বে এ রকম কয়েকটি ঘটনা ঘটেছে মর্মে জানা গেছে।
|| এ সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে:
এ সড়কে খড়ের স্তুপের কারণে রাস্তা সরু হয়ে গেছে এবং কয়েক দিন ধরে যান চলাচল ব্যাহত হচ্ছে।
|| পরিবেশ দূষণ দেখা দিয়েছে:
এ পচা খড় থেকে দুর্গন্ধ ছড়িয়েছে এবং পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে।
|| পথচারীসহ সাধারণ মানুষের দুর্ভোগ:
পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ সমস্যা সমাধানে, কৃষকদের উচিত এখনই সড়কে স্তুপ আকারের খড় দ্রুত সড়িয়ে নেয়া প্রয়োজন। প্রশাসন ও জনপ্রতিনিধিসহ এলজিইডি কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। তবেই দূর হবে সড়ক দূর্ঘটনা।
আসুন, এ দূর্ভোগ লাঘবে এগিয়ে আসি।
[বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫খ্রি.
কোদালখাতা, মোগলহাট, লালমনিরহাট।]
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.