লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে ৩জনকে পুশইন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়াও উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও ৩জনকে পুশইনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৪ জুন) ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ওই ৩জনকে পুশইন করে।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সাতপোতা গ্রামের মকবুল গাজীর ছেলে শহীদুল গাজী, কাসেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা ও নড়াইল জেলার কালিয়া থানার পাটেশ্বরী গ্রামের আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা।
জানা গেছে, ১০বছর আগে অবৈধভাবে সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই ৩জন। সেই থেকে ওই ৩জন ভারতের মহারাষ্ট্রে রাজমিস্ত্রীর কাজ করতেন এবং সেখানেই বসবাস করে আসছিলেন। এমতাবস্থায় শবিবার (১৪ জুন) ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে তাদের পুশইন করে ভারতীয় বিএসএফ। এ সময় স্থানীয় জনগণ তাদের আটক করে বিজিবি হাতে সোপর্দ করে। পরে বিজিবি হাতীবান্ধা থানা পুলিশের হাতে হস্তান্তর করে। এদিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও ৩জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বর্তমানে ওই ৩জন ভারতের অভ্যান্তরে আছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সীমান্ত অবস্থান করছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবী বলেন, প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা যাচাই করা হয়ে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.