লালমনিরহাটের সীমান্ত হতে ১৫ বিজিবি কর্তৃক প্রায় ৩লক্ষ ৬১হাজার ৬শত টাকা মূল্যের মাদকসহ ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) লালমনিরহাট ব্যাটালিয়ন এর অধীনস্থ গংগারহাট, বালারহাট ও ঝাউরানী বিওপি’র টহলদল কর্তৃক টহল কার্যক্রম পরিচালার সময় ভারত হতে চোরাই পথে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে আগত ১২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ ২টি মোটর সাইকেল ডিসকভার (১২৫ সিসি) ১টি ও টিভিএস মেট্রো প্লাস (১১০ সিসি) ১টি এবং ১৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে, যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৬১হাজার ৬শত টাকা। বর্তমান সময়ে সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী বৃদ্ধি ও টহল কার্যক্রম বেগবান করছে।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি উক্ত ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধসহ যেকোন ধরনের অবৈধ পারাপার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.