লালমনিরহাটের খেদাবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ৩টি গরুকে বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) সকালে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকার মোঃ নুর ইসলাম নামের ওই কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সকালে পাশের এক প্রতিবেশী নুর ইসলামের বাহিরে বাঁধা গরুগুলোকে অসুস্থ অবস্থায় দেখতে পান এবং তৎক্ষণাৎ তাকে খবর দেন। কিছু সময়ের মধ্যেই গরুগুলোর অবস্থা আরও খারাপ হলে এলাকাবাসীর পরামর্শে সেগুলো জবাই করা হয়।
পরে গরুগুলোর খাবারের পাত্র পরিষ্কার করার সময় সেখানে ইউরিয়া সারের গন্ধ পান বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার। তারা ধারণা করছেন, গরুর খাবারের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ইউরিয়া সার মিশিয়ে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মণ্ডল বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে নুর ইসলামের পরিবার শোক ও হতাশায় ভেঙে পড়েছে। তাদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই অপকর্ম করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.