লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে শনিবার (৩১ মে) রাতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন জাতীয় ছাত্র সমাজের লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান।
এ মামলায় ২জনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ। তাঁরা হলেন- লালমনিরহাট শহরের খোচাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলম (৪৮) ও সাহেব পাড়ার মমিনুল ইসলাম (৪৩)। এ ছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় ২০-২৫জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, সেনাবাহিনীর সদস্যরা তদন্ত করে জাহাঙ্গীর আলম ও মমিনুল ইসলামকে গতকাল রাতে গ্রেফতার করে। পরে তাঁদের লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়। আজ বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে লালমনিরহাট শহরের বিডিআর রোডের আলোরুপা মোড় এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তালাবদ্ধ কার্যালয়ে অজ্ঞাত পরিচয় ২০-২৫ জন দুষ্কৃতকারী লাঠি, ছোড়া ও বল্লম হাতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আসবাবপত্রের ক্ষতির পাশাপাশি সেখান থেকে টেলিভিশন, আইপিএস, পানির পাম্প, স্ট্যান্ড ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এক পর্যায়ে কার্যালয়ের বিভিন্ন ধরনের মালামাল ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.