লালমনিরহাটে জাতীয় পার্টি অফিসে রাতের বেলা সন্ত্রাসী হামলায় অগ্নিসংযোগ-ভাংচুর ও লুটতরাজের ঘটনায় জেলা জাতীয় পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার (১ জুন) জাতীয় পার্টি লালমনিরহাটর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের এবং জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক ও মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।
জাতীয় পার্টি লালমনিরহাটর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের এবং জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক ও মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ৩১শে মে ২০২৫ ইং রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় জাতীয় পার্টি, লালমনিরহাট জেলা, আলোরূপা মোড়স্থ জেলা কার্যালয়ে একদল সন্ত্রাসী অফিসের তালা ভেঙ্গে চেয়ার-টেবিল, আলমিরা, পানির পাম্প, টিভি, দরজা- জানালা, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তছনছ, ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটতরাজ করে। জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.