জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। তাই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে লিফলেট বিতরণ ও পথসভা করে এসব কথা বলেন তিনি।
দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয় জানিয়ে সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারও মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতে থাকবে, ততোদিন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না।
তিনি বলেন, উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না। এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। যারা জীবন দিয়েছে, তাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে।
পথসভা শেষে তিনি লালমনিরহাটের হাতীবান্ধায় লিফলেট বিতরণে অংশ নেয়। ওই সময় উত্তরাঞ্চলের সংগঠক রাসেল মাহমুদসহ পথসভায় লালমনিরহাট জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র লালমনিরহাটের আয়োজনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র পক্ষ থেকে উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার (২৯ মে) লালমনিরহাটের পাটগ্রাম চৌরাঙ্গী মোড়ে সকাল ১১টা ৩০মিনিট, হাতীবান্ধা মেডিকেল মোড়ে বিকাল ৩টা ৩০মিনিট, কালীগঞ্জ তুষভান্ডার বাজারে বিকাল ৫টা, আদিতমারী বুড়ির বাজারে সন্ধ্যা ৬টা, সরলখাঁ উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা ৭টা, লালমনিরহাটের মিশন মোড়ে রাত ৮টা পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.