লালমনিরহাটের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোর নিঁচু এলাকার খাল-বিল ও জলাধারগুলো পাওয়া যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। বৃষ্টির নতুন পানিতে বিলের নানা প্রজাতির মাছ যেন প্রাণ ফিরে পেয়েছে। বর্ষার আগমনে বিলে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। জমিতে বৃষ্টির পানিতে দীর্ঘ মেয়াদি জলাবদ্ধতা আর কচুরিপানা থাকায় নিঁচু জমিতে বছরে এক ফসল বোরো ধান চাষাবাদ হয়। এ সুযোগে জলাধারগুলোতে বছরে প্রায় ৮ মাস পানি থাকায় নানা প্রজাতির মাছ প্রজনন করে থাকে।
লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের বেশ কিছু বিলে দেশিও নানা ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এছাড়াও বড়বাড়ী, মহেন্দ্রনগর, কুলাঘাট ও মোগলহাট ইউনিয়নের বাজারগুলোতে প্রতিদিন নতুন পানির মাছ বিক্রি করছেন জেলেরা।
একই ভাবে লক্ষ করা গেছে আদিতমারী উপজেলার মহিষখোঁচা, সারপুকুর ও ভাদাই ইউনিয়নের হাট-বাজারগুলোতে। বিল থেকে মাছগুলো ধরে সরাসরি বাজারে বিক্রি করা হচ্ছে। দেশি মাছ পেয়ে খুশি ক্রেতারা।
দেশীয় মাছের মধ্যে রয়েছে- টাকি, কৈ, শিং, মাগুর, টেংরা, বাইম (গোচই), পুঁটি, ডারক্কা, মলা, ঢেলা ও নন্দাসহ নানা জাতের মাছ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.