লালমনিরহাট জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ৪ মাসে ২শতটি হারানো মুঠোফোন উদ্ধার করে মালিক/ ব্যবহারকারীকে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৩৮টি, ফেব্রুয়ারি মাসে ৬২টি, মার্চ মাসে ৫৬টি এবং এপ্রিল মাসে ৪৪টি হারানো মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় মুঠোফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির বিপরীতে তথ্য প্রযুক্তি (আইসিটি)সহ অন্যান্য পদ্ধতি ব্যবহার করে হারানো মুঠোফোন গুলি উদ্ধার করা হয়। এরপর মুঠোফোন গুলি মালিক বা ব্যবহারকারীদের নিকট হস্তান্তর করা হয়। অবশিষ্ট হারানো মুঠোফোন গুলি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে।
উল্লেখ যে, বিগত চার মাসে (জানুয়ারি-এপ্রিল/২০২৫) লালমনিরহাট জেলার ৫টি থানায় মুঠোফোন হারানো সংক্রান্ত বিষয়ে ৪শত ৬১টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.