আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তাগুলো এবারের অতি বৃষ্টির কারনে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পরেছে। সেই কারনে চলছে প্রতিনিয়ত দূর্ঘটনা। মানুষের ভোগান্তি দূর করতে অত্র ওয়ার্ডের কিশামত ঢঢ গাছ গ্রামের আব্দুল সাত্তার মন্ডলের ছেলে ওবাইদুল হক (৪০) ক্ষতিগ্রস্থ রাস্তায় মানুষের চলাচলের জন্য উপযোগী করতে ইট ভাটা থেকে ইটের রাবিশ নিয়ে এসে ওয়ার্ডের ঠাকুরের মাল্লী, টেপাটারি, ঢেবঢেবি, পাঙ্গাটারি, বরন্তর, সরকার পাড়া এলাকার অচল রাস্তায় ভরাট করেন।
ওবাইদুল হক বলেন, এলাকার মানুষের দুর্ভোগ কমাতে আমার এ কাজ। কেননা আমরা সবাই এই রাস্তাগুলো দিয়ে চলাচল করে থাকি। তাই নিজের উপলব্ধি থেকে রাস্তা মেরামতের কাজটি করলাম।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.