রংপুরে দুদকের দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুকে খালাস দিয়েছেন আদালতের বিচারক হায়দার আলী।
২০১০ সালে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা করে রংপুর দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ ১৫ বছর পরে মঙ্গলবার (১৩ মে) দুপুরে ওই মামলায় রায় প্রদান করে তাকে খালাস দেয়া হয়। খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী হারুন উর রশিদ।
রায়ে বলা হয় সাবেক মন্ত্রী ও সাবেক এমপি বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু আদালতে হাজির হলে রাষ্ট্রপক্ষ উক্ত মামলায় অভিযোগ প্রমাণ করতে সক্ষম না হওয়ার দুর্নীতি মামলা খালাস প্রদান করেন রংপুরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোঃ হায়দার আলী। রায় ঘোষণার পরে আদালত প্রাঙ্গণে তার পক্ষের আইনজীবীরা এবং বিএনপি নেতাকর্মী তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানান।
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করা হয়েছে। আমি কখনও অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিলাম না।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.