লালমনিরহাটে "সুস্বাস্থ্য হল সম্পদের চেয়েও বেশি মূল্যবান এবং জ্ঞানের চেয়েও বেশি সুখের" স্লোগান নিয়ে ডায়াবেটিস, মেডিসিন, গাইনী, চক্ষু, দন্ত এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ও তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল লালমনিরহাটের আজীবন সদস্য লিয়াকত আলী সবুজ-এঁর আয়োজনে বিশিষ্ট সমাজসেবী ফরহাদ হোসেন ও জাহিদুল ইসলাম-এঁর প্রচারে ডায়াবেটিক সমিতি পরিচালিত ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল লালমনিরহাট এর সহযোগিতায়- এ ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল-এঁর নেতৃত্বে চিকিৎসক, নার্স, টেকনিসিয়ানসহ ১৫সদস্যের একটি দল ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৪শত ২৫জন রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন।
উল্লেখ্য যে, আগত রোগী ও এলাকার জনসাধারণ এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগের প্রশংসা করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.