শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শ্রমিক নেতা হত্যা মামলায় পাঁচ বিএনপির নেতা কারাগারে! লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল হোসেন কবিরের উন্নয়ন ভাবনা! উপজেলা নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারীতে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০প্রার্থীর মনোনয়নপত্র বৈধ! ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সেই আলোচিত শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় দুই বিএনপির নেতা কারাগারে! লালমনিরহাটে ডান চোখ তুলে নিয়েছে, এখন বাম চোখও উপড়ে ফেলার হুমকি দিচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বিজিবি-বিএসএফ পরিচিতিমূলক বৈঠক

বিজিবি-বিএসএফ পরিচিতিমূলক বৈঠক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের সীমান্তে গতকাল শুক্রবার ৪ সেপ্টেম্বর বিজিবি এবং বিএসএফ-এর সেক্টর কমান্ডার পর্যায়ে পরিচিতিমূলক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির অধীনস্থ সীমান্ত পিলার ৯১২/৩-এস থেকে ৩কিলোমিটার ভেতরে কুচবিহারের দিনহাটার সিতাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বিজিবি সেক্টর কমান্ডার, রংপুর এবং প্রতিপক্ষ ডিআইজি বিএসএফ, গোপালপুর সেক্টরের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়। উক্ত সাক্ষাতে বিজিবির ১১সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী এবং ভারতের পক্ষে ৯সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি রবীন্দ্র সিং রাওয়াত (ভিএসএম)।

 

রংপুর সেক্টর কমান্ডার ভারতের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করে সামগ্রিক কার্যক্রম শুরু করেন। উক্ত সাক্ষাতকারে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানী কমান্ডাররা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকারের আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। সীমান্তবর্তী বাংলাদেশি জনসাধারণের ওপর চোরাচালান প্রতিরোধের উদ্দেশে মরণঘাতী অস্ত্র ব্যবহার তথা সীমান্ত হত্যা বন্ধ করার ব্যাপারে বিজিবি প্রতিনিধি দল বিএসএফকে অনুরোধ করেন।

 

এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত  সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone