লালমনিরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫-এর আওতায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রতিভাবান খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা ও ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আকরাম হোসাইন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা কমিটির সম্পাদক মোঃ একরামুল হক সরকার। এ সময় খেলোয়াড়সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.