লালমনিরহাটে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে পেকে যাওয়ায় বৈশাখের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই জেলার বিভিন্ন এলাকায় ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, বোরো ধানের ভান্ডার হিসেবে সারাদেশে পরিচিত লালমনিরহাট। এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলে-মেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি ও সংসার চলে এ জেলার কৃষকদের। ধানকে ঘিরেই চাঙ্গা হয় লালমনিরহাটের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি।
চলতি মৌসুমে লালমনিরহাটে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রায় ৮০হাজার হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ও উফশী জাতের ধান চাষ হয়েছে।
কোদালখাতা গ্রামের কৃষক কমল কান্তি বর্মণ বলেন, এ বছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকেরা অনেক খুশি।
ফুলগাছ গ্রামের হরিপদ রায় হরি নামের আরেক কৃষক বলেন, এবার ধান ভালো হয়েছে। কৃষকেরা যদি এক মাস সময় হাতে পান, তাহলে লালমনিরহাটের সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে।
ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, ইরি-বোরো ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলনও বেশ ভালো হয়েছে। তাই ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.