লালমনিরহাটের ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড)র সাধারণ নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে লালমনিরহাটের ডাক বাংলো রোডে উপাসনালয়ে এ সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড)র সাধারণ নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা করেন ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড)র সাধারণ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার মিঃ সচ্চিদা নন্দ বর্ম্মন পালক, সহকারী নির্বাচন কমিশনার মিঃ চারু চন্দ্র রায় ও মিসেস লাকী ব্যানাজী।
ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড)র সাধারণ নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড)র সাধারণ নির্বাচন-২০২৫ এর ভোটের ফলাফল নিম্নরুপ- মিঃ তমাল দাস-১০৮, মিঃ দীনবন্ধু রায়-৮৭, মিঃ মিঠুল কর্মকার-৮১, মিঃ রমা রায়-৭৬, মিঃ চারু রায়-৮০, মিঃ আশীষ দাস-৮৬, মিঃ শমুয়েল বর্মন-৭৭, মিসেস সুচিত্রা অধিকারী-৭৭, মিসেস শিউলী অধিকারী-৭৭।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.