:: জাকি ::
অভ্যস্ত সোম থেকে রবিবার,
এর বাইরে এতটা দিন চাই আমার।
সাত নয়, আটদিন চাই,
সে দিনের নাম হবে “অবসর”।
সকালের ঘুম হবে দুপুর অবধি,
কেউ ডাকবেনা, নাস্তার দেরী হয়ে যায়
বলবেনা কেউ।
এদিন ব্রাঞ্চ হবে, একেবারে নিভৃতে
রেষ্টুরেন্টের একটা কোনায়।
ওয়েটার এসে বলবে যখন,
কি খাবে ঠিক করেছো, খুব অলস নিমীলিত চোখে মাদকতা নিয়ে তাকিয়ে বলবো,
তোমার চোখে যা সবচেয়ে ভালো, তাই দাও।
কালো মেয়েটি অবাক হবে, এভাবে কেউ কখনো বলেনা, তোমার কি হয়েছে! নিঃসঙ্গতা একাকীত্ব
অথবা সবুজ সরে গেছে চোখের দিগন্ত হতে!
তুমি কি করে বুঝলে? খুব অবাক হই।
উঠে দাঁড়িয়ে বললাম চলি,
এভাবে সপ্তাহের একটা বাড়তি দিন
উদযাপন মনে হয়-সম্ভব নয়,
আমি রেষ্টুরেন্ট থেকে বেরিয়ে,
একটা ট্রেইল ধরে হাঁটতে হাঁটতে
হারিয়ে যেতে থাকি, ঘাসফুলে ছাওয়া
সরু নদী পথ ধরে,
নিঃসঙ্গ এবং একাকী।
১৮/১/২৫
টিনটনফলস্, নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.